
আজ আপনাদের সাথে যে বিষয়টি share করব সেটি হলো বিভিন্ন পোগ্রামের প্রব্লেম গুলো সল্যুশন দিবো , নিম্নে আলোচনা করা হলো
এটি তামিম শারিয়ার সুবিন ভাই এর কম্পিউটার প্রোগ্রামিং বই এর দুই নম্বর প্রোগ্রামিং প্রবলেম সমস্যা - ১৪ ।
প্রশ্ন : কোনো একটি পূর্ণসংখ্যা দেওয়া থাকলে সেটি জোড় না বিজোড় তা বের করতে হবে।
নিচে এটার সল্যুশন দেওয়া হলো ।
ইনপুট:
প্রথম লাইনে একটি সংখ্যা থাকবে। সংখ্যাটির মান যত, ততটি লাইনে একটি করে পূর্ণসংখ্যা (0 থেকে 2147483647-এর মধ্যে) দেওয়া থাকবে।
আউটপুট:
প্রতিটি পূর্ণসংখ্যার জন্য, সংখ্যাটি জোড় হলে even আর বিজোড় হলে odd প্রিন্ট করতে হবে।
উদাহরণ :
ইনপুট:
3 100 0 1111
আউটপুট:
even even odd
সমাধানঃ
#include <stdio.h>
int main()
{
int i, j, k,l;
scanf("%d\n", &i);
for(j =1; j <= i; j++){
scanf("%d", &k);
if(k % 2 == 0){
printf("even\n");
}
else {
printf("odd\n");
}
}
return 0;
}
ছবিতে দেখানো হলো...
problem :
solution :
সবাই ভালো থাকবেন... ধন্যবাদ