এইচটিএমএল লিংক টিউটোরিয়াল পর্ব - ০৯





 আপনি চাইলে আপনার সাইটের কোন টেক্সটের উপর লিংক তৈরী করে দিতে পারেন যেখানে ক্লিক করলে অন্য পেজ/সাইট আসবে। anchor tag এর সাহায্যে লিংক তৈরী করা হয়। শুধু টেক্সট নয় আপনি চাইলে একটা মেইল এড্রেসের উপর লিংক দিতে পারেন,
একটা ছবির উপর লিংক দিতে পারেন, বড় কোন ওয়েব পেজের সুচিপত্র তৈরী করে এর আইটেমগুলিতে লিংক দিতে পারেন (এসব লিংকে ক্লিক করলে পেজেরই ঐ অংশে যাবে যেখান থেকে আইটেমটি শুরু হয়েছে)।
হাইপারটেক্সক্ট রেফারেন্স(href)

href এট্রিবিউট নিদের্শ করে যে ইউজার ক্লিক করে কোথায় যাবে।

Hypertext reference হতে পারে Internal, Local, Global ।

ইন্টারনাল: একই পেজের মধ্যে লিংক তৈরী হবে।

লোকাল: আপনার web site এর ভিতরে কোন পেজেরে সাথে লিংক তৈরী হবে।

গ্লোবাল: আপনার web site এর বাহিরে অন্য web site এর লিংক তৈরী হবে।

ইন্টারনাল- href="#anchorname"

লোকাল- href="/officialblogger/../pics/picturefile.jpg"

গ্লোবাল- href="http://www.tizag.com/"


এইচটিএমএল লিংক (টেক্সক্ট) যেভাবে তৈরী করবেন

<a> এবং  </a> tag দ্বারা যথাত্রুমে লিংক শুরু এবং শেষ বোঝায়।  href এট্রিবিউট এর সাহায্যে কোন ধরনের লিংক স্থাপিত হবে তা নির্ধারিত হয়। href এট্রিবিউটকে opening tag এর মধ্যে রাখতে হয়। opening এবং closing tag এর মধ্যে কোন লেখা থাকলে, তা পরে web পেজে লিংক হিসাবে দেখা যাবে।যেমন

<a href="http://www.officialblogger.blogspot.com/" target="_blank" >official blogger Home</a>
<a href="http://www.google.com/" target="_blank" >Google Home</a>
<a href="http://www.yahoo.com/" target="_blank" >Yahoo Home</a>

প্রদর্শন: গ্লোবাল লিংক

official blogger Home         Google Home              Yahoo Home
এইচটিএমএল লিংক টার্গেট (HTML-link Target)

a ট্যাগে target এট্রিবিউট দিয়ে ঠিক করা যায় যে লিংকটি কিভাবে খুলবে যেমন "_blank" দিলে নতুন উইন্ডোতে আবার "_self" দিলে উক্ত পেজেই লিংকটি লোড হবে।

<a href="http://www.officialblogger.blogspot.com/html-tutorials/html-radio-check" target="_blank">Radio button tutorial</a>


Radio button tutorial

এখানে ক্লিক করুন নতুন একটি উইন্ডোতে (ট্যাবে)  পেজটি খুলবে।


এইচটিএমএল ইমেইল লিংক

টেক্সট লিংক উপরে যেভাবে তৈরী করলেন ইমেইল লিংকও সেভাবে করতে হবে শুধু href এট্রিবিউটের ভিতর ইনভার্টেড কমার মধ্যে আগে ওয়েব সাইটের ঠিকানা ছিল আর এবার ইমেইল ঠিকানা দিবেন।যেমন

<a href= "mailto:abc@mail.com" >Email Example</a>


Email Example

এই লিংকের উপর মাউস নিয়ে যান, নিচে স্টাটাসবারে mailto:abc@mail.com লেখা দেখাবে। এখানে ক্লিক করলে আপনার ব্রাউজার abc@mail.com  নামের একটি মেইল ঠিকানায় মেইল পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করবে।আরও সহজভাবে বলি, ধরুন আপনি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করছেন, আপনি যদি Tools>Options>Applications এ গিয়ে mailto এর জায়গায় ড্রপডাউন মেনু থেকে Use Yahoo mail সিলেক্ট করে দেন তাহলে Email Example লিংকে ক্লিক করলে আপনার ইয়াহু মেইল খুলবে এবং To ফিল্ডের জায়গায় abc@mail.com লেখা উঠবে।

আপনি চাইলে ইমেইল লিংকে subject এবং body ঠিক করে দিতে পারেন যেমন

<a href= "mailto: a@b.com?subject=Web Page Email&body=This email is from your website" > 2nd Email Example</a>


<h3>হাইপারটেক্সক্ট রেফারেন্স(href)<a name="top"></a></h3>

পরের লিংকটিও এভাবে করে নিতে হবে (এখানে name="text")


<a href="#top">পেজের উপরে যান</a>

এবং

<a href="#text">টেক্সট লিংক</a>

Hasan AL Banna

About Hasan AL Banna

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :