জাভাস্ক্রিপ্ট else if স্টেটমেন্ট টিউটোরিয়াল পর্ব - ১১







 এর আগে if এবং if.. else স্টেটমেন্ট উদাহরন সহ দেখে এলাম। if দিয়ে একটা কোডব্লক এক্সিকিউট করানো যায় আর if.. else দিয়ে দুটি কোডব্লক লেখা যায় যেখানে কন্ডিশনের উপর ভিত্তি করে যেকোন একটি কোডব্লক এক্সিকিউট হবে। এখন আপনার যদি একের অধিক কন্ডিশন চেক করতে হয় তখন কি করবেন?
এতক্ষন তো একটা কন্ডিশন চেক করা শিখলাম, একাধিক কন্ডিশন চেক করতে if...else if... else স্টেটমেন্ট আছে জাভাস্ক্রিপ্টে। শুধু জাভাস্ক্রিপ্ট নয় সব প্রোগ্রামিং ল্যাংগুয়েজেই এইসব স্টেটমেন্টের সুবিধা আছে।

var i = 5;
if(i < 3){
document.write('Hi "i" is small than 5');

}else if(i == 5){
document.write('Hi "i" is equal to 5');

}else{
document.write('bla bla...');
}

প্রয়োগ দেখুন


আমরা সব উদাহরনে সহজভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটার একটা স্টাটিক মান দিয়েছি এবং সেই ভেরিয়েবল চেক করে করে if else এগুলির উদাহরন দিয়ে দেখাচ্ছি। এটা শুধু শেখার জন্য আসলে বাস্তবে অনেক কঠিন কঠিন এবং জটিল এক্সপ্রেশন if() কিংবা else if() এর ভিতরে চেক করতে হবে এবং এক একটা কোডব্লকে শত শত লাইন/স্টেটমেন্ট থাকবে। আমাদের উদাহরনে তো মাত্র একটি করে লাইন আছে। কাজেই খুব গুরত্ব দিয়ে টিউটোরিয়ালগুলি পড়ুন এবং প্রাকটিস করুন।

শুধু আমরা যেটুুকু দিয়েছি সেটাই শেষ নয়। আমাদের কোড এডিটরে যখন উদাহরনগুলি দেখতে যান তখন সেখানে নিজে নিজে বিভিন্ন পরিবর্তন করে পরিপক্কতা অর্জন করুন। যেমন উপরের উদাহরনে গিয়ে  var x=3 করে দিয়ে দেখতে পারেন, অন্য এক্সপ্রেশন দিয়ে দেখতে পারেন ইত্যাদি।

Hasan AL Banna

About Hasan AL Banna

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :