<br/> এটা হচ্ছে লাইন ব্রেক (ভাঙ্গার জন্য) এর জন্য একটি ট্যাগ। ট্যাগটি এইটুকুই, start বা end tag ইত্যাদি নেই।
এইচটিএমএল এলিমেন্টের ভিতর এটা ব্যবহার করে যেকোন জায়গায় লাইন ভেঙ্গে নিচের লাইনে নিয়ে যেতে পারেন। সাধারনত ঠিকানা ইত্যাদি লেখার সময় <p></p> এর ভিতর এটা ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনকে প্রয়োগ আছে।
<p>12/13 Market Road<br/>Mirpur, Dhaka<br/>Bangladesh</p>
প্রদর্শন
12/13 Market Road
Mirpur, Dhaka
Bangladesh
<hr/> ট্যাগ
===============
আড়াআড়ি ভাবে লম্বা রেখা দেয়ার জন্য hr ট্যাগটি ব্যবহৃত হয়। যেমন
<p>Bangladesh</p>
<hr/>
<h2>This is a heading</h2>
<hr/>
প্রদর্শন
Bangladesh
This is a heading