এইচটিএমএল কালার কোড টিউটোরিয়াল পর্ব - ১৩

এইচটিএমএল এ যেকোন এলিমেন্ট এর রং সেট করার তিনটি পদ্ধতি আছে। ১. রংয়ের নাম দিয়ে, ২. রংয়ের RGB মান দিয়ে এবং ৩. রংয়ের হেক্সাডেসিমাল মান দিয়ে
১. রংয়ের নাম দিয়ে
আপনি সরাসরি রংয়ের নাম ব্যবহার করে একটা এইচটিএমএল এলিমেন্টে রং দিতে পারেন। সাধারন কিছু কালার যেমন black, white, red ইত্যাদি। এইচটিএমএল এ কালার value লেখার সময় সরাসরি এদের নাম লেখা হয়। নিচে ১৬টি মৌলিক কালারের নাম লেখা হল।
Black Gray Silver White
Yellow Lime Aqua Fuchsia
Red Green Blue Purple
Maroon Olive Navy Teal
উদাহরন
<html>
<head>
<title>HTML Color Tutorial | Webcoachbd</title>
</head>
<body bgcolor="red">
<p style="background:black;">Bangladesh is a country of natural beauty</p>
<p class="officialblogger">officialbloggerbd DOT com is the largest bengali tutorial site</p>
</body>
</html>
২. RGB মান মান দিয়ে
আমি আপনাদেরকে নিরাপদ web design এর জন্য HTML rgb ব্যবহারের পরামর্শ দেব না কারন Non-IE browser, HTML rgb সাপোর্ট করে না। আপনারা যদি CSS শিখতে চান তাহলে আপনাদের উচিত এই বিষয় সম্বন্ধে জানা।
Red, Green এবং Blue এই তিনটি কালারের সমষ্টি হচ্ছে rgb । প্রত্যেকের মান ০(যখন কোন কালার থাকে না) হতে ২৫৫(যখন ঐ কালারটি সম্পুর্ন থাকে)। rgb ফরমেটটি হল rgb(RED,GREEN,BLUE)।
Red, Green এবং Blue এর মান:
bgcolor="rgb(255,255,255)" White
bgcolor="rgb(255,0,0)" Red
bgcolor="rgb(0,255,0)" Green
bgcolor="rgb(0,0,255)" Blue
৩. হেক্সাডেসিমাল মান দিয়ে
কাজ চলছে....
About Hasan AL Banna
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.