বোল্ড (bold)
এইচটিএমএল ডকুমেন্টে কোন লেখা গাঢ় (বোল্ড) করে দেখানোর দরকার হলে <b></b> ব্যবহার করা হয়। body এলিমেন্টের ভিতর যেকোন এইচটিএমএল এলিমেন্টের অভ্যন্তরে b ট্যাগ ব্যবহার করা যায়।
যেমন
<p><b>officialbloggerbd</b> is the largest <b>Bengali</b> tutorial site to learn Web Development</p>
প্রদর্শন:
officialblogger is the largest Bengali tutorial site to learn Web Development
b ট্যাগের পরিবের্তে strong নামে আরেকটি ট্যাগ ব্যবাহর করা যায়, একই কাজ শুধু পার্থক্য হল SEO তে। strong বেশি SEO friendly
ইটালিক টেক্সট
==============
<i></i> ট্যাগ দিয়ে বাকানো বা ইটালিক টেক্সট দেখানো যায়। যেমন
<p><i>officialbloggerbd</i> is the largest <i>Bengali</i> tutorial site to learn Web Development</p>
প্রদর্শন:
officialblogger is the largest Bengali tutorial site to learn Web Development
i ট্যাগের পরিবর্তে em নামে একটা ট্যাগ আছে ব্যবহার করতে পারেন, একই কাজ।
একসাথে এগুলি ব্যবহার করতে পারেন।
<p><b>officialbloggerbd</b> is the largest <strong>Bengali</strong> tutorial site to learn <i>Web Development</i></p>
প্রদর্শন
officialblogger is the largest Bengali tutorial site to learn Web Development
** এই এলিমেন্টগুলির কোন নিজের বিশেষ এট্রিবিউট নেই তবে যেকোন গ্লোবাল এট্রিবিউট ব্যবহার করা যাবে।