সিএসএস ইনলাইন টিউটোরিয়াল পর্ব -০১








এইচটিএমএল এলিমেন্টে style এট্রিবিউট দিয়ে সিএসএস এর রুল লেখা হয় এটাই ইনলাইন সিএসএস। এর আগে এইচটিএমএল টিউটোরিয়ালে বেশ কয়েক জায়গায় ইনলাইন সিএসএস ব্যবহার করেছি। খুব প্রয়োজন না হলে ইনলাইন সিএসএস লেখা উচিত নয়। মুলত সবসময় এক্সটার্নাল সিএসএস ই্ ব্যবহার করা উচি্ত। নিম্নে ব্যাবহার দেয়া হলো...


যেহেতু এলিমেন্টের ভিতরেই সিএসএস লেখা হয় তাই ইনলাইন সিএসএস এর জন্য সিলেক্টর প্রয়োজন হয়না। যেমন

<h2 style="background-color: #f00; color: #fff;">A new background and
font color with inline CSS</h2>

প্রদর্শন:

A new background and font color with inline CSS



এখানে একটা পার্থক্য হচ্ছে কোন সিলেক্টর দিতে হয়না আর curly braces (দ্বিতীয় বন্ধনী) ও নেই।

** সেমিকোলন (;) দিয়ে প্রতিটি লাইন আলাদা রাখতে হবে যেমন আমি দুটি লাইন আলাদা করেছি। এভাবে যত ইচ্ছা প্রোপার্টি লিখতে পারেন।
আজকে এতটুকুই ... সবাইকে ধন্যবাদ

Hasan AL Banna

About Hasan AL Banna

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :