Programming Challenge ধনাত্মক - ঋণাত্মক সমস্যা - ২



এটি তামিম শারিয়ার সুবিন ভাই এর কম্পিউটার প্রোগ্রামিং বই এর দুই নম্বর প্রোগ্রামিং প্রবলেম  সমস্যা -২ । নিচে এটার সল্যুশন  দেওয়া হলো ।



আজ আপনাদের সাথে যে বিষয়টি share করব সেটি হলো বিভিন্ন পোগ্রামের প্রব্লেম গুলো সল্যুশন দিবো , নিম্নে আলোচনা করা হলো

প্রশ্ন : ধনাত্মক - ঋণাত্মক Programming Challenge শূণ্যের চেয়ে বড় সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক আর শূণ্যের চেয়ে ছোট সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, কয়টা ধনাত্মক আর কয়টা ঋণাত্মক সেটি বের করতে হবে।


ইনপুট:

প্রথম লাইনে একটি সংখ্যা দেওয়া থাকবে। সংখ্যাটির মান যত হব ততটি লাইনে একটি করে সংখ্যা থাকবে।


আউটপুট:

আউটপুটে দুটি সংখ্যা থাকবে। প্রথমে থাকবে মোট ধনাত্মক সংখ্যা, তারপরে একটি স্পেস ক্যারেক্টার, তারপরে মোট ঋণাত্মক সংখ্যা।


উদাহরণ :

ইনপুট:
5
10
23
-8
2
-9765


আউটপুট:
3 2 


সমাধানঃ


#include <stdio.h>
int main()
{
    int i, j, k;
    int positive = 0, negative = 0;
    scanf("%d\n", &i);
    for(j = 1; j <= i; j++){
         scanf("%d", &k);
        if(k > 0) {
            positive++;
        }
        else
            negative++;
        }
    printf("%d %d", positive, negative);
    return 0;
}

ছবিতে দেখানো হলো...

problem: 




















solve :

















আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ

Unknown

About Unknown

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :