ফর্মে যদি ছবি বা যেকোন ফাইল আপলোডের সুবিধা রাখতে চান তাহলে আগে ফর্মকে আপলোডের উপযোগী করতে হবে। এরপর input এলিমেন্টের type এট্রিবিউটের মান file দিলেই কাজ হয়ে গেল।
এইচটিএমএল ডকুমেন্টে কোন লেখা গাঢ় (বোল্ড) করে দেখানোর দরকার হলে <b></b> ব্যবহার করা হয়। body এলিমেন্টের ভিতর যেকোন এইচটিএমএল এলিমেন্টের অভ্যন্তরে b ট্যাগ ব্যবহার করা যায়।