এটি তামিম শারিয়ার সুবিন ভাই এর কম্পিউটার প্রোগ্রামিং বই এর ২৬ নম্বর প্রোগ্রামিং প্রবলেম সমস্যা - ১৪ ।
গ্রেড নির্ণয়:
Marks
|
Grade
|
80-100
|
A+
|
75-79
|
A
|
70-74
|
A-
|
65-69
|
B+
|
60-64
|
B
|
55-59
|
B-
|
50-54
|
C
|
45-49
|
D
|
0-44
|
F
|
উপরের স্কেল অনুসরণ করে প্রদত্ত মার্কস এর গ্রেড নির্ণয় করতে হবে।
ইনপুট
ইনপুট ফাইলের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা T (T<=25). এরপরের T সংখ্যক প্রতিটি লাইনে একটি পূর্ণ সংখ্যা M (0 <= M <= 100) থাকবে, যা মার্কস নির্দেশ করবে। M কে যথাযোগ্য গ্রেডে পরিবর্তন করতে করতে হবে। আউটপুট
প্রতিটি কেসের জন্য একটি করে কেস নম্বর প্রিন্ট করতে হবে যেখানে “Case X: ” লেখা থাকবে, যেখানে X হচ্ছে 1 থেকে শুরু করে কেসের নম্বর। এরপরে প্রিন্ট করতে হবে যা কিনা প্রদত্ত মার্কস এর সমমানের গ্রেড।
ইনপুট
ইনপুট ফাইলের প্রথম লাইনে থাকবে টেস্ট কেসের সংখ্যা T (T<=25). এরপরের T সংখ্যক প্রতিটি লাইনে একটি পূর্ণ সংখ্যা M (0 <= M <= 100) থাকবে, যা মার্কস নির্দেশ করবে। M কে যথাযোগ্য গ্রেডে পরিবর্তন করতে করতে হবে। আউটপুট
প্রতিটি কেসের জন্য একটি করে কেস নম্বর প্রিন্ট করতে হবে যেখানে “Case X: ” লেখা থাকবে, যেখানে X হচ্ছে 1 থেকে শুরু করে কেসের নম্বর। এরপরে প্রিন্ট করতে হবে যা কিনা প্রদত্ত মার্কস এর সমমানের গ্রেড।